বাংলা জোকস-bangla jokes | বাংলা হট জোকস কালেকশন | fanny jokes | বাংলা হাসির গল্প
![]() |
বাংলা জোকস-bangla jokes |
১. ডাক্তার: কি ব্যাপার, আপনার দাঁত ভাঙল কি করে???
রোগী: আর বলবেন না স্যার, আমার বউয়ের বানানো রুটি এতো যে শক্ত হয়……..
ডাক্তার: আপনার বউকে বলবেন যেন সে রুটি একটু নরম করে বানায়।
রোগী: বলেছিলাম বলেই তো এই অবস্থা!!!!
২. এক ছাত্র ক্লাসে বসে ঝিমুচ্ছিল। দেখে শিক্ষক বলল, ‘এই ছেলে, দাঁড়াও! এখন বলো আকবর কে ছিলেন?’
ছাত্র : জানি না স্যার।
শিক্ষক : জানবে কীভাবে? ক্লাসের দিকে একটু ভালো করে মনোযোগ দাও, তাহলে জানতে পারবে.......।
ছাত্র : আচ্ছা স্যার, আপনি জানেন পলাশ কে?
শিক্ষক : না, কে উনি?
ছাত্র : স্যার, আপনার মেয়ের দিকে একটু মনোযোগ দিন- জানতে পারবেন কে সে।
৩. টুনু গভীর চিন্তায় আছে, তার বাবা তাকে চিন্তার কারণ জিজ্ঞাসা করলে টুনু বলল-“ আমি কখনো কখনো খুব চিন্তায় থাকি জানো তো বাবা, আমি ভাবি যে, ওয়েস্ট ইন্ডিজ-এর লোকেরা যখন তাদের আধার কার্ড জেরক্স করে তখন তাদের যে কি অবস্থা হয়?
৪. এক বন্ধু ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে কোনোমতে জীবন রক্ষা করে সুস্থ হয়ে উঠার পর এক বন্ধুর সঙ্গে দেখা হয়। বন্ধু বলল, ‘দোস্ত, চল রাস্তা থেকে ঘুরে আসি।’
‘না দোস্ত, আমি এখন বাইরে যাব না, সমস্যা আছে।’
‘কেন? কী সমস্যা?’
‘ওই ট্রাকের পেছনে লেখা ছিল, ধন্যবাদ! আবার দেখা হবে!
৫. গুড্ডু জোরে জোরে কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নীচে নামতে ছিল, এটি দেখে তার মা তাকে জিজ্ঞাসা করল-“কি ব্যাপার কাঁদছ কেন?”গুড্ডু বলল- বাবা উপরের ঘড়ে দেওয়ালে হাতুড়ি দিয়ে পেরেক মারছিল, বাবার আঙ্গুলে হাতুড়ি লেগে যায়…” কথাটা শেষ হতে না হতেই গুড্ডুর মা বলল- “এটা আর এমন কি কারণ হল?, কাঁদতে নেই চুপ কর, এবার একটু হাঁসি দাও।” গুড্ডু আবার জোরে কেঁদে বলল--“উপড়ে সেটাইতো করেছিলাম।
৬. সাকিব এবং রাকিবের মধ্যে কথা হচ্ছে-
সাকিব : রাকিব, তুই আমাকে ঠিক রাত ১০টায় ফোন দিস তো। তোর সঙ্গে কিছু কথা আছে।
রাকিব : ঠিক আছে। তুই তাহলে আমাকে ঠিক ৯টা ৫৯ মিনিটে ফোন দিয়ে মনে করিয়ে দিস।
৭. এক যুবকের প্রথম নতুন বিয়ে হয়েছে, সে সকাল হলেই ঘুম থেকে উঠে তার ঘুমন্ত স্ত্রীর উপড়ে জল ঢেলে দিত, একদিন তার স্ত্রী রেগে গিয়ে বলল-“ এই সব বাজে অভ্যাসের মানে কি”এটি শুনে সেই লোকটি বলল-“আমার শ্বশুর মশাই বলেছেন, আমার মেয়ে হল ফুলের কলির মত, ওকে একটু সবসময় যত্ন করো, তাই আমি যত্ন করছি, কারণ জলের অভাবে যদি ফুলের কলি নিস্তেজ হয়ে যায়!
৮. পার্টিতে এক লোক বসে আছে। একটু পর এক সুন্দরী তরুণী এসে তাকে বলল, ‘আপনি কি নাচতে ইচ্ছুক?’
লোকটি উৎফুল্ল হয়ে বলল, ‘অবশ্যই!’
মেয়েটি এবার বলল, ‘তাহলে চেয়ারটা ছাড়ুন। আমি একটু বসব!
৯. এক ব্যক্তি ডাক্তারকে- “ ডাক্তার বাবু, তাড়াতাড়ি আমার বাড়ি চলুন, আমার স্ত্রীর অ্যাপেন্ডিক্সে প্রচুর ব্যাথা হচ্ছে।“ এটি শুনে ডাক্তার বললেন-“ বোকা কোথাকার, তোমার স্ত্রীর অ্যাপেন্ডিক্স আমি একবছর আগেই অপারেশন করে বাদ দিয়ে দিয়েছি। পৃথিবীতে এরকম কোনো মানুষ নেই যার দুটি অ্যাপেন্ডিক্স আছে।“ এটি শুনে লোকটি বলল- “রিলেক্স ডাক্তার বাবু, রিলেক্স। পৃথিবীতে এরকম কোনো মানুষ নেই, যার দুটি অ্যাপেন্ডিক্স থাকতে পারে, কিন্তু এরকম মানুষতো আছে যার দুটি বউ থাকতে পারে,” ডাক্তারের জবাব বন্ধ হয়ে গেল।
১০. আইনস্টাইনের আলোর গতির ওপর ক্লাস হচ্ছে-
শিক্ষক : এই উইন্ডোজ হোসেন বলতে পার, আইনস্টাইন কীভাবে আলোর বেগ পরিমাপ করলেন....?
উইন্ডোজ হোসেন : স্যার, আমার যা মনে হয় আলো যেহেতু অনেক বড় জিনিস, মানে বিশাল জিনিস, সেহেতু আইনস্টাইন প্রথমে সে একটা দুইশ’ গজ ফিতা নিয়েছিলেন, তারপর ...
নান্টু : হয়নি স্যার। উইন্ডোজ কী ধরনের গাধা চিন্তা করেন! আরে আলো কি জামা-কাপড় আছে যে ফিতা দিয়ে মাপব! আলো হইল আলুর মতো ভারী। তাছাড়া তখন গজফিতা আবিষ্কারই হয়নি। তাই তখন মাপামাপির কাজে দাঁড়িপাল্লা ছাড়া উপায় ছিল কোনো? বলেন স্যার, আপনিই বলেন?
শিক্ষক : আহা! তোদের কী প্রতিভা! তোরা তো একসময় আইনস্টাইনকেও ছাড়িয়ে যাবি। বাহ্!
বাংলা জোকস-bangla jokes সবাই কে স্বাগতম
বাংলা হট জোকস কালেকশন বা fanny jokes বা বাংলা হাসির গল্প গুলো কেমন হলো মানাতে ভুলবেন না।
Comments
Post a Comment