Posts

Showing posts with the label বাংলা জোকস্ | বাংলা হাসির গল্প

বাংলা জোকস-bangla jokes | বাংলা হট জোকস কালেকশন | fanny jokes | বাংলা হাসির গল্প

Image
বাংলা জোকস-bangla jokes Ads  ১. ডাক্তার: কি ব্যাপার, আপনার দাঁত ভাঙল কি করে??? রোগী: আর বলবেন না স্যার, আমার বউয়ের বানানো রুটি এতো যে শক্ত হয়…….. ডাক্তার: আপনার বউকে বলবেন যেন সে রুটি একটু নরম করে বানায়। রোগী: বলেছিলাম বলেই তো এই অবস্থা!!!! ২. এক ছাত্র ক্লাসে বসে ঝিমুচ্ছিল। দেখে শিক্ষক বলল, ‘এই ছেলে, দাঁড়াও! এখন বলো আকবর কে ছিলেন?’ ছাত্র : জানি না স্যার। শিক্ষক : জানবে কীভাবে? ক্লাসের দিকে একটু ভালো করে মনোযোগ দাও, তাহলে জানতে পারবে.......। ছাত্র : আচ্ছা স্যার, আপনি জানেন পলাশ কে? শিক্ষক : না, কে উনি? ছাত্র : স্যার, আপনার মেয়ের দিকে একটু মনোযোগ দিন- জানতে পারবেন কে সে। ৩. টুনু গভীর চিন্তায় আছে, তার বাবা তাকে চিন্তার কারণ জিজ্ঞাসা করলে টুনু বলল-“ আমি কখনো কখনো খুব চিন্তায় থাকি জানো তো বাবা, আমি ভাবি যে, ওয়েস্ট ইন্ডিজ-এর লোকেরা যখন তাদের আধার কার্ড জেরক্স করে তখন তাদের যে কি অবস্থা হয়? ৪. এক বন্ধু ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে কোনোমতে জীবন রক্ষা করে সুস্থ হয়ে উঠার পর এক বন্ধুর সঙ্গে দেখা হয়। বন্ধু বলল, ‘দোস্ত, চল রাস্তা থেকে ঘুরে আসি।’ ‘না দোস্ত, আমি এখন বাইরে যাব না, সমস্যা আছ...